নারী শ্রমিকরা ১২০ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী মার্চের আগেই শ্রম আইন সংশোধন করা হবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে শ্রমিক ছাঁটাই করা যাবে না।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শ্রমিকদের যারা বেতন দিচ্ছে না সেসব মালিককে ধরে এনে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আটকে রাখা হচ্ছে। যাতে বিদেশ পালিয়ে না যায়। অনেক কারখানা বারবার কমিটমেন্ট দিয়েও তা পূরণ করেনি।
শ্রম উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শ্রমিকদের নিয়ে ষড়যন্ত্র করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিচ্ছে। এই সরকারের বৈধতা হচ্ছে গণঅভ্যুত্থান। সেটাকে আইনী বৈধতা দিতে একটি অধ্যাদেশ করা হচ্ছে। শিগগিরই অধ্যাদেশ জারি করা হবে।