শহিদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত সমাবেশকে সামনে রেখে গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। ফেসবুকে আওয়ামীলীগের জিরো পয়েন্ট এলাকায় সমাবেশ করার ঘোষণার পরপরই সরব রাজধানী। কিন্তু এখন পর্যন্ত আওয়ামীলীগের কোন নেতা কর্মীর দেখা মিলেনি সমাবেশস্থলে।
রবিবার সকাল থেকেই রাজধানীর পল্টন, জিরো পয়েন্ট ও গুলিস্থান এলাকায় মিছিলে মিছিলে যোগ দিচ্ছে ছোট-বড় বিভিন্ন রাজনৈতিক দল। আওয়ামীলীগের সমাবেশ প্রতিহত করার জন্য কিছু সময় পরপরই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এখানে আসছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহীনি।