অনিয়ম পাওয়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ–টিসিবির ৪৩ লাখ কার্ড বাতিল করা হয়েছে। শনিবার সকাল থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবরটি প্রচারিত হচ্ছিল। তবে কার্ড বাতিলের বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মুখ্যপাত্র হুমায়ুন কবির।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে হুমায়ুন কবির বলেন, এক কোটি পরিবার কার্ডের মধ্যে ৫৭ লাখ কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তর করা হয়েছে। বাকি ৪৩ লাখ কার্ড স্মার্ট কার্ডে রূপান্তরের প্রক্রিয়া চলছে। এখন তথ্য হালনাগাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। এর মধ্যে যদি কোনো কার্ডে অনিয়ম ধরা পড়ে তাহলে, সেই কার্ড বাতিল করা হবে। এখন এক কোটি কার্ডধারী সবাইকে পণ্য দেওয়া হচ্ছে।
এর আগে শনিবার সকালে রাজধানীর তেঁজগাওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির বলেছিলেন, এক কোটি হাতে লেখা কার্ড যখন এনআইডির সঙ্গে ইন্টিগ্রেশন করা হয়েছে— তখন দেখা গেছে, একই এনআইডি দিয়ে ঢাকায় একবার কার্ড নিয়েছে, আবার নিজের গ্রামের বাড়িতে আরেকটা কার্ড করেছে। যার ফলে যখন আমরা এনআইডি দিয়ে যাচাই করতে গেলাম তখন ৪৩ লাখ কার্ড বাদ পড়ে গেছে।
তার এই বক্তব্যের পর বিভিন্ন সংবাদমাধ্যমে ৪৩ লাখ কার্ড বাতিলের খবর প্রকাশিত হয়।