শিক্ষা প্রতিষ্ঠানসহ সারা দেশে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ছাত্রলীগ অনিরাপদ পরিবেশ তৈরি করেছিল। এ জন্যই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারপ্রধানের প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শরিফুল আলম বলেন, রাষ্ট্র মেরামতের একটি অংশ শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত করা। ক্যাম্পাসগুলো যেন কোনো মতেই সন্ত্রাসীদের আখড়ায় পরিণত না হয় সেদিকে নজর দিতে হবে। বিগত কয়েকবছর ক্যাম্পাসসহ পুরো জাতিকে জিম্মি করে রেখেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। এ জন্যই তাদের নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, আন্দোলনের সময় সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে ফ্যাসিবাদের বয়ান তৈরি করেছে। তাই ছাত্রলীগের মত আরেকটা সংগঠন যেন বাংলাদেশে তৈরি না হয়, সেজন্য কাজ করতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। গত ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।