জাবেদের প্রতারণায় নিঃস্ব হবে আর কতজন?

New-Project-9-1.jpg
ভোলা প্রতিনিধি

প্রতারক জাবেদের এর প্রতারণায় নিঃস্ব হবে আর কত জন! এমনই প্রশ্ন এখন ভোলার সবার। তবে তার কারণও আছে বটে। এই এক লোকের ধূর্তকার শিকার কতজন হয়েছেন তার হিসেব নেই কারও কাছে।

অভিযুক্ত জাবেদ ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের শাহে আলম চকিদার এর ছেলে। পার করেননি শিক্ষা-প্রতিষ্ঠানের গন্ডি। কিন্তু এই এক ব্যক্তিই ছলচাতুরি করে লুটে নিয়েছেন সাধারণ মানুষের অগণিত অর্থ।

জানা গেছে, সাধারণ মানুষকে নানা পায়তারায় বুঝিয়ে-সুঝিয়ে বিনিয়োগের নামে টাকা নিতেন জাবেদ। কিন্তু তার পুরোটাই যেত তার পকেটে।এমনকি বিনিয়োগকারীদের নামে মিথ্যে মামলা দিয়ে অর্থ আত্মসাতের  অভিযোগও আছে তার বিরুদ্ধে।

প্রতারণার শিকার হয়েছেন বাপ্তা এলাকার বাসিন্দা নাদিম। বেসরকারি প্রতিষ্ঠানে একটি চাকরি করেন তিনি। বেশি লাভের প্রলোভন দেখিয়ে নাদিমের স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে ঠিকাদারিতে অংশীদার করেন জাবেদ। কাজে লোকসান দেখিয়ে হাতিয়ে নেন পুরো টাকা। তার প্রতারণার শিকার হয়েছেন একই এলাকার রুবেল, তছির গোলদারসহ আরও অনেকে।

কখনো বেশি লাভের প্রলোভন দেখিয়ে, কখনো ঠিকাদারি কাজের পার্টনার করে, আবার কখনো কাজের খরচের নামে অর্থ নিয়ে  বিনিয়োগকারীদের ঠকিয়েছেন তিনি। তবে জাবেদ একা নন, তার সাথে রয়েছে শক্তিশালী এক সিন্ডিকেট। কিলার গ্রুপের সদস্যও রয়েছে তার ছত্রছায়ায়। আইনশৃঙ্খলা বাহীনির পরিচয়ে খুন, গুমের  হুমকি দিয়ে চলছে এই গ্রুপ।

তবে এ বিষয়ে জাবেদ এর সাথে একাধিকবার কথা বলার চেস্টা করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

scroll to top