সুনামগঞ্জের দিরাইয়ে স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রমীলা ফুটবলার মৌ রানী দাসের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
শুক্রবার (৮ নভেম্বর) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্থানীয় ফুটবল কোচ রাকিব ভূঁইয়া।
মৌ রানী দাস (১৭) উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের সুষেন দাসের মেয়ে। সিলেট বিভাগীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ছিলেন মৌ।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোচ রাকিব জানান, সে ২০১৯ সাল থেকে সুনামগঞ্জ জেলা, সিলেট বিভাগীয় দল, ঢাকা বিভাগের বিভিন্ন লীগ ও বিকেএসপির হয়ে খেলায় অংশগ্রহণ করতো। ‘আমার স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের’ প্রতিষ্ঠা লগ্নের খেলোয়াড়। গতকাল সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
মৌ রানীর বাবা সুষেন দাস বলেন, মৌ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সবার সঙ্গে সকালের নাস্তা করেছে। এ সময় আমিও হাওরে ক্ষেতে (জমিতে) কাজ করতে যাই। পরে সকাল ১০ টার দিকে মেয়ের এমন মৃত্যুর সংবাদ শুনে আমি বাকরুদ্ধ হয়ে পড়ি।
জানা যায়, দুই ভাই ও দুই বোনের মধ্যে মৌ সবার ছোট। সে জেলা ও বিভাগীয় নারী ফুটবল দলের নিয়মিত খেলোয়াড়। বৃহস্পতিবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর তার নিজ বসত ঘরের ধান রাখার জায়গা থেকে মৌয়ের ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।