মাঠে অপেশাদার আচরণের কারণে দুই ম্যাচ ‍নিষিদ্ধ ক্যারিবীয় ক্রিকেটার

New-Project-32-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

ম্যাচ চলাকালীন ফিল্ডিং সাজানো নিয়ে অধিনায়কের সাথে তর্কে জড়িয়েছিলেন ক্যারিবীয় ক্রিকেটার আলজারি জোসেফ। তবে সেখানেই থেমে থাকলে বোধহয় জল এতদূর গাড়াতো না। ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায় এপর্যায়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান জোসেফ। যদিও কিছুক্ষণ পরেই ফিরে এসেছিলেন। তবে তাতে কাজ হয়নি। মাঠে অপেশাদার আচরণের কারণে জোসেফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

যদিও ম্যাচের দিনই জোসেফের বিরুদ্ধে শক্ত সিদ্ধান্ত নেওয়ার আভাস দিয়েছিলেন কোচ ড্যারেন সামি। আর সেরকমই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বোর্ডের পক্ষে ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকোমবে বলেন, ‘আলজারির আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মৌলিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের আচরণ উপেক্ষা করা যায় না। ঘটনার তীব্রতা আমলে আমাদের সুস্পষ্ট ব্যবস্থা নিতে হয়েছে।’

মাঠে নিজের এমন আচরণের জন্য পরে অবশ্য ক্ষমা চেয়েছেন ডানহাতি এই পেসার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে অধিনায়ক শাই হোপ, আমার সতীর্থ ও ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি ওয়েস্ট ইন্ডিজ ভক্তদের কাছেও। আমি বুঝতে পারছি, বিবেচনাবোধের ছোট্ট একটা বিচ্যুতিও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। হতাশার কারণ হয়ে আমি গভীরভাবে অনুতপ্ত।’

Leave a Reply

scroll to top