খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ১২ দশমিক ৬৬ শতাংশ

bbs-daily-bangladesh-1730977767.jpg
নিজস্ব প্রতিবেদক

অক্টোবর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার বেড়ে হয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ। অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি হার বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৭ শতাংশে|

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতি নিয়ে চলতি বছরের অক্টোবর মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

বিবিএস জানায়, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ১২ দশমিক ৬৬ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাইয়ে ছিল ১০ দশমিক ৪০ শতাংশ। অন্যদিকে, অক্টোবরে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ৩৪ শতাংশে নেমেছে, যা এক মাস আগে ছিল ৯ দশমিক ৫ শতাংশ। যা তিন মাসের মধ্যে সবোর্চ্চ।

Leave a Reply

scroll to top