প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ

New-Project-26-1.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজেরর উত্তরসূরী হয়েছে ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন রাষ্ট্রের নেতারা। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানও।

বুধবার (৬ অক্টোবর) সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে এ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর বরাতে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, অভিনন্দন বার্তায় দুই দেশের মধ্যে ঐতিহাসিক এবং কৌশলগত সম্পর্ক জোরদার করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। এ সময় ট্রাম্পের নেতৃত্বে বন্ধুত্বপূর্ণ আমেরিকান জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেছেন সৌদি যুবরাজ। জবাবে যুবরাজকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।

Leave a Reply

scroll to top