আঙুলের চোটে দ্বিতীয় ওয়ানডে খেলা হচ্ছে না মুশফিকের, অনিশ্চিত পরের ম্যাচেও

New-Project-23.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই উইকেটকিপিং করার সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। যে কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচে থাকছেন না অভিজ্ঞ এই ব্যাটার। এমনকি ‍সিরিজের শেষ এবং তৃতীয় ম্যাচেও মুশফিক থাকবেন কি না তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার (মুশফিকের) চোটের যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে আফগানিস্তানের বিপক্ষে পরের ওয়ানডেতে মুশফিকের না খেলাটা একরকম নিশ্চিত। তবে ১১ নভেম্বরের শেষ ম্যাচে খেলতে পারবেন কি না, সেটি এখনই বলা যাচ্ছে না।

Leave a Reply

scroll to top