ময়মনসিংহের রহমতপুর বাইপাস মোড়ে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
সোমবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে জানান, আগুনে হিমেল নামে এক প্রাইভেটকার চালক নিহত, ৫ জন আহত হয়েছেন। কীভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানা যাবে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।