শরীয়তপুর জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানা টোল প্লাজা সংলগ্ন দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। রবিবার (৩ নভেম্বর) রাতে পদ্মা সেতু দক্ষিণ থানা টোল প্লাজার দক্ষিণপাশে সেনানিবাস সড়কের সার্ভিস এরিয়া-২ এর দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— শরীয়তপুরের জাজিরা উপজেলার ফরাজীকান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮), মোমিন আলি ফরাজীকান্দি এলাকার এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর (১৯), মোসলেম ঢালিকান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০)।