আদানি গ্রুপের বিদ্যুতের মূল্য পরিশোধের সর্বক্ষমতা এই সরকারের আছে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শরিফুল আলম। তিনি বলেন, আদানি গ্রুপের বিদ্যুতের মূল্য দ্রুত পরিশোধ করা হবে। আর এ পরিস্থিতির জন্য আওয়ামী লীগ দায়ী।
রোববার (০৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ বন্ধের খবরে মর্মাহত সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অনেক টাকা বাকি রেখে গেছে। তবে বাংলাদেশ একটি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার কাছে জিম্মি হবে না। দেশে রেমিট্যান্সের গতি বাড়ছে। আন্তর্জাতিক পেমেন্টগুলো করতে পারছি। আদানি গ্রুপের বকেয়া পেমেন্ট দেওয়ার গতি বেড়েছে। সামনে আরো বাড়বে সেই ক্ষমতা সরকারের আছে।