বায়ুদূষণের মাত্রা রেকর্ড পর্যায়ে পৌঁছানোর কারণে পাকিস্তানের লাহোর শহরের সব প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। শনিবার লাহোর শহরের বায়ুদূষণ সূচক পাকিস্তান-ভারত সীমান্তের কাছাকাছি ১ হাজার ৯০০ ছুঁয়েছে। যা শহরটির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।
রবিবার (৩ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে প্রাদেশিক সরকার এবং সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ার।
এদিকে পাঞ্জাবের জ্যেষ্ঠ মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতের দিক থেকে বাতাস (দূষিত) লাহোরের দিকে আসছে…তাই মন্টেসরি, প্লে গ্রুপ ও পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলোকে এক সপ্তাহের ছুটি দেওয়া হচ্ছে। হাসপাতালগুলোতে ধোঁয়াশারোধী ব্যবস্থা স্থাপন করা হবে।