২০০৬ সালের ২৮ অক্টোবরের হামলা ও মারধরের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের নাম উল্লেখ করে পঞ্চগড়ে একটি হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) রাতে পঞ্চগড় সদর থানায় বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন পঞ্চগড় জেলা যুবদলের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শাহীন আলম আশিক। রবিবার (৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।