৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রেমিটেন্সের প্রবাহ বেড়েই চলেছে। গত বছর অক্টোবর মাস থেকে এবছর অক্টোবর মাসে রেমিটেন্স ১৬.৭৫ শতাংশ বেশি এসেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা জানান, দেশে অক্টোবর মাসে রেমিটেন্স এসছে ২.৩০ বিনিয়ন ডলার। ২০২৩ সালের অক্টোবর মাসে ১.৯৭ বিনিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। সেই হিসেবে দেশে ৩০ অক্টোবর বিপিএম৬ পদ্ধতিতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ১৯.৮৭ বিনিয়ন ডলার।