ট্রাম্পের বক্তব্য অভ্যন্তরীণ রাজনীতির অংশ

news_1730541373738.webp
নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরিফুল আলম বলেছেন,বাংলাদেশের হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছেন এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সেই দেশের অভ্যন্তরীণ রাজনীতির অংশ।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রফেসর ইউনূসের সঙ্গে দুই দলেরই বন্ধুন্ত্ব আছে। সম্পর্ক অনেকটাই নির্ভর করে ব্যক্তিগত যোগাযোগের ওপর। অধ্যাপক ইউনূস একজন বিশ্বনেতা। সুতরাং কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে যিনিই জয়ী হোন না কেন, আমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

শরিফুল আলম বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু এবং লবিস্টরা এই ইস্যুটিকে প্রভাবিত করে থাকতে পারে।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমরা চাচ্ছি, তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় থাকুক।

Leave a Reply

scroll to top