রকেটের পর এবার ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের শিল্প এলাকার একটি কারখানায় আঘাত হানে হিজবুল্লাহর ড্রোন। এতে অন্তত ১৯ জন আহত হয়েছেন।
শনিবার (২ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
বিবৃতিতে বলা হয়, ’বেশ কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। এর মধ্যে একটি ড্রোন ইসরায়েলের বিমান বাহিনী ভূপাতিত করতে সক্ষম হয়। আরেকটি ড্রোন নাহারিয়া এলাকার কাছে একটি কারখানায় আঘাত হানে।
জানা গেছে, হিজবুল্লাহ শনিবারের প্রথম দিকে তেল আবিব এবং এর আশেপাশের এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।
হামলার স্থান থেকে একটি বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্ত এখনও চলমান আছে বলে জানিয়েছে আইডিএফ।