সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

New-Project-25.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার শেষে সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার দেশে ফেরার পর ছাদখোলা বাসে শহর ভ্রমণের পর বাফুফে ভবনে বিকেল সাড়ে ৫টায় সাফজয়ী নারী ফুটবলারদের বরণ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সন্ধ্যা ৭টায় সাফজয়ী বীরদেরকে মোট ১ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পাশাপাশি সাফজয়ী দলের জন্য ২০ লাখ অর্থ পুরস্কার ঘোষণা করেছে বিসিবিও।

Leave a Reply

scroll to top