সপ্তাহে ২০০ পরিবার পাবে অর্থিক সহায়তা

aa-1.jpg
নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের নিহত ২০০ শহীদ পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। শুক্রবার (১ নভেম্বর) শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে জুলাই ফাউন্ডেশনের সদস্য সচিব সারজিস আলম ।

তিনি বলেন, ’আগামীকাল শনিবার থেকে প্রাথমিক ভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শহীদের সহায়তা প্রদান করা হবে। ঢাকার শহীদের সংখ্যা ২০০ বেশি তাই তাদের দেওয়ার পর বাকী আট বিভাগের প্রত্যেক শহীদকে সহায়তা প্রদান করা হবে। ১৯৭১ সালে মুক্তিযোদ্বাদের তালিকা নিয়ে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে।’

Leave a Reply

scroll to top