ধানমন্ডিতে লুটপাটের চেষ্টায় গ্রেপ্তার ১৩

Dhonmodi-1.jpg
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানী বিভিন্ন স্থানে বিভিন্ন কৌশলে লুটপাট, চুরি, ডাকতি হচ্ছে। বৃস্পতিবার (৩১ অক্টোবর) রাতে ধানমন্ডির একটি বাসায় লুটপাটের চেষ্টাকালে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হন ১৩ জন।

প্রতাক্ষদর্শীরা বলেন, প্রথমে তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি চেষ্টা করে বাসায় প্রবেশ করে। খবর পেয়ে যৌথবাহিনী এসে ১৩জনকে গেপ্তার করেন।

গ্রেপ্ততারকৃতরা হলেন- মো. হাসিবুল হাসান(৩৩), আজিজুর রহমান (২১), মাহফুজুর রহমান (২৬), মোস্তাফিজুর রহমান (২৬), ইয়াসিন আরাফাত (২০)মো. গোলাম মোরশেদ (৩২), মাহমুদুল হাসান শিমুল, আবু সালহে হিরন(২৬), রুবেল হাওলাদার (২৭), মো. ইব্রাহিম (১৯), জাহিদ হোসেন (১৯), আব্দুল্লাহ আল মামুন(১৬) ও শেখ শাহরিয়ার আহমেদ (১৬)।

Leave a Reply

scroll to top