দেশের মাটিতে পা রেখেছেন চ্যাম্পিয়নরা, ছাদখোলা বাস যাবে যে রাস্তায়

New-Project-19-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে দেশের মাটিতে পা রেখেছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বেলা ২ টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাবিনা-ঋতুরা।

শিরোপাজয়ী বাঘীণিদের বরণ করে নিতে আগেই প্রস্তুত করে রাখা ছিল সুসজ্জিত ছাদখোলা বাস। বিমানবন্দরের বাইরে সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছিল উৎসুক জনতার। ক্যামেরায় চোখ গণমাধ্যমকর্মীদেরও। অবশেষে চ্যাম্পিয়নরা এসে নামলেন।

বিমানবন্দরের আনুষ্ঠিকতা শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বাংলাদেশ নারী ফুটবল দল চলে যাবে সরাসরি বাফুফে ভবনে। বাফুফে ভবনে ছাদখোলা বাসটি যাবে এফডিসি, সাত রাস্তার মোড়, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল, পল্টন, নটরডেম কলেজ থেকে শাপলা চত্বর হয়ে।সেখানে বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Leave a Reply

scroll to top