চট্টগ্রাম টেস্টে বোলারদের ব্যর্থতার পর এবার যেন পাল্লা দিয়ে কতটা ব্যর্থ হওয়া যায় তাই দেখাচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা। যেখানে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে সাউথ আফ্রিকা সেখানে নিজেদের প্রথম দুই সেশনেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের টপ অর্ডার। তৃতীয় দিন সকালে স্কোরবোর্ডে ১০ রান যোগ করতেই আরও ৪ উইকেট পড়েছে বাংলাদেশের। ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪৮ রান করেছে করেছে স্বাগতিকরা।
৩৮ রানে ৪ উইকেট হারিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশের হয়ে ফের ব্যর্থ হন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। রাবাদার আউটসাইড অফের বল শান্তর ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেরক্ষক ভেরেইনার হাতে। স্রেফ ৯ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশি অধিনায়ক।
সাতে নামা মুশফিকুর রহিম কেবল খেলতে পারেন দুই বল। ড্যান পিটারসনের বল স্কয়ার লেগে টনি ডি জর্জির হাতে ক্যাচ তুলে তিনি বিদায় নেন শূন্য রানে। পরের ওভারের প্রথম বলে রাবাদার ডেলিভারি ভেরেইনার হাতে তুলে ১ রানে বিদায় নেন মেহেদি হাসান মিরাজ। তৃতীয় বলে এলবিডব্লিউ হয়ে শূন্য রানে উইকেট হারান অভিষেক হওয়া মাহিদুল ইসলাম অঙ্কন।
৪৮ রানে ৮ উইকেট হারানোর পর মুমিনুল হক ও তাইজুল ইসলামের ৫২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে একশো পার করেছে বাংলাদেশ। এখন বাংলাদেশকে লজ্জা থেকে বাঁচাতে পারেন একমাত্র এই জুটিই।