টানা দ্বীতিয় বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-১ গোলে বড় জয় পেয়ে স্বপ্ন পূরণ বাংলাদেশের। কাটমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ বনাম নেপালের খেলাটি শুরু হয় আজ সন্ধ্যা পৌনে সাতটায়। ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল।
দ্বীতিয়ার্ধেও শুরু থেকেই দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণ শুরু করে। অবশেষে ৫২ মিনিটে নেপালের জালে গোল দেন বাংলাদেশের মনিকা।
খুব বেশি সময় এগিয়ে থাকতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৫৫ মিনিটে সমতা ফিরিয়ে আনে নেপাল। এর পর চলে আক্রমণ পাল্টা আক্রমণ। ঋতুপর্ণার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আর সমতায় ফিরতে পারেনি নেপাল। অবশেষে ৯০ মিনিট শেষে দক্ষিণ এশিয়ার ফুটবরের রাণী হয় বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ: রুপনা চাকমা, মাসুরা পারভীন, আফঈদা খন্দকার প্রীতি, শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, ঋতুপাণা চাকমা, শাসসুন্নাহার জুনিয়র এবং তাহুরা খাতুন।