“নো করিডোর, নো বন্দর”: কুলাউড়ায় জামায়াত আমিরের হুঁশিয়ারি

New-Project-28.png
২৪ ঘণ্টা বাংলাদেশ

বর্তমান সরকারের মেয়াদ বাড়ানোর বিষয়ে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট অবস্থান জানিয়ে বলেছেন, “নো করিডোর, নো বন্দর, নো এক্সটেনশন।” তিনি বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার সদিচ্ছা রয়েছে এবং জামায়াতও চায় একটি ইতিহাসগড়া নির্বাচন।

রবিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় দখিনা দাওয়া সেন্টারে আয়োজিত চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত নির্বাচন নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছে। বৈঠকে প্রতিশ্রুতি এসেছে যে, এমন নির্বাচন হবে যেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবে এবং কারচুপির কোনো সুযোগ থাকবে না।

মানবিক করিডোর প্রসঙ্গে তিনি বলেন, “আমরা স্পষ্ট করে জানিয়েছি, মানবিক করিডোরের বিপক্ষে আমাদের অবস্থান।”

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন নিয়ে জামায়াত আমির বলেন, “এই দেশের সকল নাগরিকের সমান অধিকার থাকা উচিত। চা শ্রমিকরা এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা দায়িত্ব পেলে তাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করব। শিক্ষার মাধ্যমে তাদের আধুনিক বাগান ব্যবস্থাপনায় যুক্ত করব।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা এবং সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মহিলা সমাবেশ, ৬৭টি ইউনিয়নের ১৩০০ প্রতিনিধিকে নিয়ে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন ও ইউনিয়নভিত্তিক পথসভা। কুলাউড়া জুড়ে দলীয় এসব আয়োজন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Reply

scroll to top