ধূমপায়ী নন? ল্যাবএইডে আপনার জন্য আছে চাকরির সুযোগ

New-Project-15-8.jpg

ল্যাবএইডে চাকরির সুযোগ

২৪ ঘণ্টা বাংলাদেশ

ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড। প্রতিষ্ঠানটি তাদের ফার্মেসি বিভাগে পূর্ণকালীন ফার্মেসি ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের নাম: ফার্মেসী ম্যানেজার
পদস্যখ্যা: নির্ধারিত নয়

আবশ্যক যোগ্যতা

  • আগ্রহী প্রার্থীকে অবশ্যই মাস্টার্স অব ফার্মেসি (এম. ফার্ম) ডিগ্রিধারী হতে হবে।
  • সংশ্লিষ্ট খাতে ন্যূনতম ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর।
  • রোগী এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দক্ষতা থাকতে হবে।
  • বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পটভূমির মানুষের সঙ্গে কাজ করার মানসিকতা ও প্রতিশ্রুতি থাকা আবশ্যক।

দায়িত্ব ও কার্যপরিধি

  • ফার্মেসির সকল কর্মীদের পেশাদারিত্ব, কর্মদক্ষতা এবং কাজের মানোন্নয়ন নিশ্চিত করা ও প্রয়োজন অনুযায়ী দায়িত্ব অর্পণ।
  • হাসপাতালের চাহিদা অনুযায়ী জরুরি ওষুধের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা।
  • ফার্মেসি ব্যবস্থাপনার জন্য নীতিমালা, প্রক্রিয়া ও প্রটোকল তৈরি ও বাস্তবায়ন।
  • মাসিক ও বার্ষিক বাজেট তৈরি এবং পরিচালনা।
  • মুনাফা বৃদ্ধির লক্ষ্যে পণ্যের মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ ও তা অর্জন নিশ্চিত করা।
  • মাসিক ওষুধ মজুদ (ইনভেন্টরি) ব্যবস্থাপনা নিশ্চিত করা।
  • একটি ওষুধ ফরমুলারি তৈরি এবং বছরে অন্তত একবার তা হালনাগাদ করা।
  • ওষুধের ব্যবহার ও বিক্রয়ের যাবতীয় রেকর্ড সঠিকভাবে সংরক্ষণ করা।

দক্ষতা

  • উন্নত যোগাযোগ দক্ষতা
  • রোগীর সেবা নিয়ে আন্তরিকতা
  • ওষুধ ব্যবস্থাপনা ও প্রশাসনিক সক্ষমতা

অতিরিক্ত সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সকল সুবিধা প্রদান করা হবে।

কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)

কাজের সময়সীমা: কেবলমাত্র পূর্ণকালীন (Full Time) চাকরির জন্য আবেদন নেওয়া হবে।

বিশেষ নির্দেশনা: আগ্রহী প্রার্থীদের অবশ্যই অ-ধূমপায়ী হতে হবে। ধূমপানমুক্ত প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে কিংবা বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে। এছাড়া প্রার্থীরা চাইলে ভিডিও আকারেও তাদের সিভি প্রদান করতে পারেন। আগ্রহীদের ভিডিও আকারে জীবনবৃত্তান্ত পাঠাতে উৎসাহী করা হয়েছে।

আবেদনের শেষ সময়: আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ মে ২০২৫ তারিখের ম্যধ্যে আবেদন করতে হবে।

Leave a Reply

scroll to top