বিতর্কিত ৩ উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি : ড. মোশাররফ

New-Project-6-8.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি জানিয়েছে, উপদেষ্টা পরিষদের তিন বিতর্কিত সদস্যকে অপসারণ চায়। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ‘যমুনা’-তে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, নিরপেক্ষ নির্বাচনের পথনকশা এবং বিতর্কিত উপদেষ্টাদের নিয়ে বিএনপির গভীর উদ্বেগ ও সুস্পষ্ট দাবি তুলে ধরা হয়। লিখিত বক্তব্য আকারে একটি প্রস্তাবনা প্রধান উপদেষ্টাকে হস্তান্তর করেন ড. মোশাররফ।

তিনি বলেন, “আমরা মনে করি প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ইউনূস দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন। তবে উপদেষ্টা পরিষদে থাকা কিছু বিতর্কিত ব্যক্তি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়। আমরা তাদের অপসারণ চাই।”

ড. মোশাররফ আরও বলেন, “নির্বাচন বিলম্বিত হলে দেশে স্বৈরাচারী শাসনের ঝুঁকি বাড়বে। তাই দ্রুত নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা জরুরি। আমরা সংস্কারের পক্ষে, এবং ক্ষমতায় গেলেও তা অব্যাহত থাকবে।”

তিনি জোর দিয়ে বলেন, “আমরা বিচার চাই—সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থার মাধ্যমে। আওয়ামী লীগের দুর্নীতি ও অপরাধের বিচার যেন নিরপেক্ষ আদালতে হয়, সেই নিশ্চয়তা আমরা চাই।”

উল্লেখ্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করায়, এই বৈঠকে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য মোশাররফ হোসেন।

একই সন্ধ্যায় প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামি ও এনসিপির সঙ্গেও পৃথক বৈঠকে মিলিত হন। রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এ ধরনের ধারাবাহিক সংলাপকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বৈঠক ঘিরে রাজধানীতে বাড়তি নিরাপত্তা জারি ছিল এবং যমুনা ভবনের আশপাশে ছিল সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের জটলা। এখন দেখার বিষয়—এই সংলাপ আদৌ দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করতে পারে কি না।

Leave a Reply

scroll to top