অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে রাজধানীতে ‘মার্চ ফর ইউনূস’ শীর্ষক এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এ সময় ‘আগে সংস্কার, পরে নির্বাচন’ স্লোগানে শাহবাগ মোড়ে সমবেত হয়ে তাদের দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা।
আজ শনিবার (২৪ মে) রাজধানীর শাহবাগ মোড়ে ব্যানার ও পোস্টার নিয়ে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিক্ষোভকারীরা।
কর্মসূচিতে ব্যানার ও পোস্টার হাতে নিয়ে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান এবং জুলাই আন্দোলনের শহীদদের ছবি প্রদর্শন করা হয়। তাদের মূল দাবি হলো, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় রাখা এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার সম্পন্ন করা।
তাদের মতে, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচন আয়োজনের চেয়ে আগে দেশের মৌলিক সংস্কার সাধন করা জরুরি। এতে দেশের এবং সাধারণ মানুষের উপকার হবে, তারা দেশে সুষ্ঠু ও সুন্দর ভাবে বসবাস করতে পারবেন।
সম্প্রতি ড. ইউনূসের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনের মধ্যেই এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেন আন্দোলনকারীরা, যা তাঁর সমর্থকদের দৃঢ় অবস্থানকে তুলে ধরেছে। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তারা কোনো অবস্থাতেই ড. ইউনূসের পদত্যাগ মেনে নেবেন না।
এই বিক্ষোভ কর্মসূচির কারণে শাহবাগ এলাকায় যান চলাচলে কিছুটা ব্যত্যয় ঘটেছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে, এ বিষয়ে সরকারি পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।