মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪: সেরা শাকিব-মেহজাবীন

New-Project-45.png

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হলো মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর তারকা জরিপ শাখার বিজয়ীদের নাম। এবারের আসরে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার জিতেছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। জানা গেছে, পরিচালকা রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য তিনি এই সম্মাননা পেয়েছেন।

অন্যদিকে, ‘প্রিয় মালতী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

গতকাল শুক্রবার (২৩ মে) রাতে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অভিনেতা আফজাল হোসেন ও জাদুশিল্পী জুয়েল আইচ যৌথভাবে শাকিব খান ও মেহজাবীন চৌধুরীর হাতে তাদের পুরস্কার তুলে দেন।

শাকিব খানের রজতজয়ন্তী ও বিশেষ সম্মাননা

এই অনুষ্ঠানে ঢাকাই সিনেমায় শাকিব খানের দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনের রজতজয়ন্তী উপলক্ষে তাকে বিশেষ সম্মাননা জানানো হয়। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং খ্যাতিমান চিত্রপরিচালক মতিন রহমান এই বিশেষ সম্মাননা তুলে দেন। এটি শাকিব খানের ক্যারিয়ারে একটি স্মরণীয় মুহূর্ত ছিল, যেখানে তার দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়।

আড়াই দশকের ঐতিহ্যবাহী আয়োজন

বিনোদন অঙ্গনে বছরের সেরা কাজগুলোকে স্বীকৃতি দিতে ১৯৯৯ সাল থেকে মেরিল-প্রথম আলো পুরস্কারের এই আয়োজন শুরু হয়। এটি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে পরিচিতি লাভ করেছে।

এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রথম অংশ সঞ্চালনা করেন বর্ষীয়ান অভিনেতা আফজাল হোসেন। পরবর্তী অংশ উপস্থাপনা করেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

এই প্রথম আফরান নিশো ও তাসনিয়া ফারিণ একসঙ্গে মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে উপস্থাপনা করলেন, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

Leave a Reply

scroll to top