হজের প্যাকেজ ঘোষণা আজ, খরচ কমছে ৫০ হাজার থেকে এক লাখ

New-Project-5-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

২০২৫ সালের জন্য হজের প্যাকেজ ঘোষণা হবে আজ। প্রথমবারের মতো দুই ধরণের প্যাকেজ নিয়ে আসছে ধর্ম মন্ত্রণালয়। গতবারের চেয়ে আগামী বছরের হজযাত্রীদের জন্য ব্যয় কমানো হচ্ছে ৫০ হাজার থেকে এক লাখ টাকা।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় সভা শেষে দুটি প্যাকেজের খরচ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই ধরনের প্যাকেজের মধ্যে একটি হলো মসজিদুল হারামের আশপাশের দেড় কিলোমিটারের মধ্যে বাড়িসহ। এতে গত বছরের তুলনায় ৩৫-৪০ হাজার টাকা কমতে পারে। অন্যটি হবে আজিজিয়া প্যাকেজ বা হেরেম শরিফ থেকে চার-পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে। এক্ষেত্রে খরচ প্রায় লাখ টাকা কমতে পারে।

গত বছর সাধারণ হজের প্যাকেজ ছিল ৫ লাখ ৮৬ হাজার টাকা। এবার সেটি কমিয়ে ৪ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। প্যাকেজটিতে মক্কা ও মদিনায় হেরেম শরীফ থেকে গড়ে দুই থেকে তিন কিলোমিটার দূরে হোটেলে থাকার ব্যবস্থা করা হবে। যা আজিজিয়া প্যাকেজ নামে অভিহিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ জানিয়েছে, গত বছরের চেয়ে এবার বিমান ভাড়া ৩৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ অংশে আরও কিছু সেবার দাম কমিয়ে আনা হচ্ছে। সৌদি অংশে দুটি খাতের খরচ কমানো হচ্ছে।

Leave a Reply

scroll to top