আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচেই দেশের মাটিতে অভিষেক হবে হামজা ও শমিতদের। তাই আজ থেকেই ম্যাটির টিকিট বিক্রি শুরু হচ্ছে।
জানা গেছে, এবারই প্রথম অনলাইন প্ল্যাটফর্মে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শনিবার (২৪ মে) রাত ৮টা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে টিকিট পাওয়া যাবে। এই ওয়েভসাইট থেকে খেলা প্রেমীরা নির্ধিদ্বায় টিকিট সংগ্রহ করতে পারবেন।
ম্যাচটিতে সব মিলিয়ে ৯টি ক্যাটাগরির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করবে বাফুফে। যার মধ্যে সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা। আর হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের প্রতি টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা করে।
এছাড়া, ভিআইপি-১ বক্সের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা, ভিআইপি-২ ও ভিআইপি-৩ বক্সের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩ হাজার টাকা। অন্যদিকে, ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম ২ হাজার ৫০০ ও ক্লাব হাউজ-২ এর দাম ২ হাজার টাকা ধরা হয়েছে। কেবল ৯০ মিনিট নয় এর বাইরে লেজার শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যানজোন, বিশেষ বাস-মেট্রোরেল সুবিধার কথাও ভাবছে বাফুফে।
গত বুধবার এক সংবাদ সম্মেলনে টিকিট সংগ্রহের প্রক্রিয়া নিয়ে টিকিফাইয়ের প্রতিষ্ঠাতা ইফতেখার ইফতি বলেছেন, ‘দর্শক তাঁর নাম, মোবাইল নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে টিকিট খুব সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। চেকআউট প্রসেসে গিয়ে টাকা পরিশোধ করবেন।
তিনি আরও বলেন, গ্রহীতারা টিকিটের মূল্য ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। পেমেন্টের প্রক্রিয়া শেষ হলে ই-মেইলে টিকিটের কপি চলে যাবে।’
ম্যাচটি ১০ জুন সন্ধ্যা ৭টায় শুরু হবে। খেলা শুরুর দুই ঘণ্টা আগে খুলবে স্টেডিয়ামের গেট।
উল্লেখ্য, গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজার। কানাডা জাতীয় দলে খেলা শমিত দেশের টানে বদলেছেন তাঁর জার্সির রং। ফাহামিদুল ইতালির ঘরোয়া ফুটবলের চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলছেন। সেখান থেকে যোগ দেবেন সিঙ্গাপুর ম্যাচের ক্যাম্পে। তাঁদের পেয়ে স্থানীয় খেলোয়াড়েরাও উজ্জীবিত।