কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা দীর্ঘদিনের বিদ্যুৎ ও ওয়াইফাই সংকটের প্রতিবাদে শনিবার (২৪ মে) মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে। প্রযুক্তিগত এই সমস্যাগুলোর দ্রুত সমাধান না হলে আরও বড় পরিসরে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
রাত ১২টার পর বিজয়-২৪ হল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীরাও এতে যোগ দেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড় ঘুরে প্রধান ফটকে গিয়ে শেষ হয়, যেখানে শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগানে মুখরিত করেন প্রতিবাদ।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন, “জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো”, “একশন টু একশন, ডাইরেক্ট একশন”, “এক দুই তিন চার, আইটি সেল গদি ছাড়”, “বিদ্যুৎ-ওয়াইফাইয়ের সমাধান, করতে হবে করতে হবে”। এ ছাড়া “নেট নাই, নেট নাই” স্লোগান দিয়ে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে বিদ্যুৎ বিভ্রাট ও দুর্বল ওয়াইফাই সংযোগের কারণে তাদের একাডেমিক ও দৈনন্দিন কার্যক্রমে মারাত্মক সমস্যা হচ্ছে।
বিজয়-২৪ হলের শিক্ষার্থী পাবেল রানা বলেন, “দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও ওয়াইফাই সমস্যায় ভুগছি। বারবার অভিযোগ জানিয়েও কোনো সমাধান আসেনি। প্রশাসনের নিরবতায় আমরা হতাশ। তাই বাধ্য হয়েই আজ মিছিলে নেমেছি। আমরা চাই, দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী সমাধান দেওয়া হোক।”
কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থী অরবিন্দু সরকার বলেন, “ওয়াইফাই একটু পরপর চলে যায়, বিদ্যুৎও অনিয়মিত। এতে আমাদের পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে। বর্তমানে মিড ও সেমিস্টার পরীক্ষা চলছে, দ্রুত সমাধান চাই।”
নাঈমুর রহমান, বিজয়-২৪ হলের আরেক শিক্ষার্থী, প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বলেন, “দীর্ঘদিন ধরে ভোগান্তির মধ্যে আছি। আগামী রবিবার পর্যন্ত সময় দিচ্ছি প্রশাসনকে। ওইদিনের মধ্যে সুনির্দিষ্ট সমাধান না পেলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও আবাসিক পরিবেশ সুষ্ঠু রাখার জন্য এসব প্রযুক্তিগত সমস্যার দ্রুত সমাধান এখন সময়ের দাবি।