ধর্মান্তরিত হয়ে জবি শিক্ষার্থী ধ্রুব এখন আব্দুর রহমান

New-Project-15-7.jpg

আব্দুর রহমান ধ্রুব

২৪ ঘণ্টা বাংলাদেশ জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী ধ্রুব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুক্রবার (২৩ মে) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি প্রকাশ করেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নতুন নাম রেখেছেন আব্দুর রহমান ধ্রুব।

ফেসবুকে দেওয়া পোস্টে ধ্রুব লেখেন, “আজ আমি জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্তগুলোর একটি নিয়েছি। অনেক ভাবনা, অনুসন্ধান ও আত্মচিন্তার পর আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, বাকিটা জীবন আমি ইসলাম ধর্ম মেনে চলব ইনশাআল্লাহ। ইতোমধ্যেই আমি আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি।”

ইসলাম ধর্ম গ্রহণের কারণ

ইসলাম গ্রহণের পেছনের কারণ ব্যাখ্যা করে ধ্রুব জানান, “দীর্ঘদিন ধরে আমি ডিপ্রেশনে ভুগছিলাম। নানা বিপদের মুখোমুখি হতে হয়েছে। এমন এক পর্যায়ে পৌঁছেছিলাম যেখানে জীবনের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই অন্ধকার থেকে রক্ষা করেছেন। সবসময় আমি জীবন ও সৃষ্টিকর্তা সম্পর্কে ভাবতাম। আমি হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলাম, অনেক দেবতার উপাসক ছিলাম, কিন্তু তবুও কোথাও যেন এক ধরনের শূন্যতা অনুভব করতাম। মনে হতো, কিছু একটা হারিয়ে যাচ্ছে। নিজেকে প্রশ্ন করতাম, আমি কী খুঁজছি?”

ধ্রুব আরও জানান, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ঢাকার দায়রা জজ আদালতের মাধ্যমে তিনি ধর্মান্তরের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছেন। তিনি বলেন, “এটি আমার সাংবিধানিক অধিকার, আমি নিজের বিশ্বাসের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

সবার উদ্দেশ্যে ধ্রুব আহ্বান জানান, “যারা সত্যের সন্ধানে আছেন, আমি শুধু বলব—একবার খোলা মন নিয়ে কুরআন পড়ুন। যদি সত্য জানতে চান, আল্লাহ নিশ্চয়ই পথ দেখাবেন। আমি সেই পথেই শান্তি খুঁজে পেয়েছি।”

পরিবার ও ঘনিষ্ঠজনদের উদ্দেশ্যে ধ্রুব বলেন, “আমি জানি, সবাই আমার সিদ্ধান্ত সহজভাবে নেবে না। তবে আমি শুধু এটুকু বলব—একবার কুরআন পড়ুন, তর্কের জন্য নয়, সত্য জানার জন্য। আমি একজন পারিবারিক মানুষ। আশা করি, আমার পরিবার বিষয়টি সহানুভূতির সঙ্গে গ্রহণ করবে।”

Leave a Reply

scroll to top