পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন ধরে বাংলাদেশ রেলওয়ে শুরু করেছে ঈদযাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি। ঘরমুখো মানুষের এই যাত্রায় চতুর্থ দিনের (৩ জুন) ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ (২৪ মে)। শনিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। ঈদ উপলক্ষে ট্রেনযাত্রীদের বাড়ি ফেরা যেন নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যেই শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে অনলাইনেই।
এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর জন্য বরাদ্দকৃত মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি। রেলওয়ের কর্মপরিকল্পনায় বলা হয়েছে, ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত সাতদিনের যাত্রার জন্য বিশেষ ব্যবস্থায় টিকিট বিক্রি চলবে। এই টিকিটগুলো ফেরতযোগ্য নয় এবং একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
টিকিট বিক্রির সময়সূচি অনুযায়ী:
- ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে ২১ মে
- ১ জুনের টিকিট ২২ মে
- ২ জুনের টিকিট ২৩ মে
- ৩ জুনের টিকিট আজ ২৪ মে
- ৪ জুনের টিকিট ২৫ মে
- ৫ জুনের টিকিট ২৬ মে
- ৬ জুনের টিকিট ২৭ মে তারিখে বিক্রি হবে
সব টিকিট অনলাইন ভিত্তিক হওয়ায় যাত্রীরা সহজেই eticket.railway.gov.bd অথবা ‘Rail Sheba’ অ্যাপ ব্যবহার করে টিকিট কাটতে পারবেন। এতে করে স্টেশনে লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমবে বলে মনে করছেন রেল কর্মকর্তারা।
রেল মন্ত্রণালয় জানিয়েছে, ঈদ উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে প্রতিদিন অতিরিক্ত বিশেষ ট্রেন চালানো হবে। সেইসাথে স্টেশনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।
রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, নির্ধারিত সময়মতো টিকিট কেটে ও যথাসময়ে স্টেশনে পৌঁছে যাত্রা নিশ্চিত করতে, যাতে ভোগান্তি এড়ানো যায়। পাশাপাশি কালোবাজারি প্রতিরোধে রেলওয়ে কর্তৃপক্ষ কঠোর নজরদারি বজায় রাখছে।
এদিকে, ঈদের পর বাড়ি থেকে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য ফেরত ট্রেনের টিকিট বিক্রির সময়সূচিও খুব শিগগিরই জানানো হবে বলে জানা গেছে।