২৩ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

New-Project-48-2.jpg

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২৪ ঘণ্টা বাংলাদেশ

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা পাচ্ছেন টানা ২৩ দিনের ছুটি। আগামী ২৫ মে (রবিবার) থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। এছাড়া ৪ জুন (বুধবার) থেকে ১২ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দফতরসমূহ।

তবে জরুরি সেবা চালু থাকবে পুরো ছুটিকালীন সময়ে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

এ বিষয়ে জবির শিক্ষার্থী লিমন ইসলাম লিটন বলেন, “এটি আমাদের সবচেয়ে বড় ছুটিগুলোর একটি। অনেকদিন পরিবারের সঙ্গে সময় কাটানো হয় না। এবার ভালোভাবে সময় কাটবে আশা করি।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ ছুটির মধ্যেও খোলা থাকবে। হল প্রভোস্ট ড. আঞ্জুমান আরা বলেন, “হলে কয়েকজন ছাত্রী অবস্থান করবে, তাই স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।”

Leave a Reply

scroll to top