দেশের রাজনৈতিক পট পরিবর্তন পর থেকেই বেশ সক্রিয় হয় উঠেছে রাজধানী ঢাকা। ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা এবং অনেক সংগঠন। প্রতিদিনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। আজ বৃহস্পতিবার (২১ মে) দিনের শুরুতেই উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বিএনপির কর্মসূচি
বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ছাত্রদলের কর্মসূচি
সন্ত্রাসীর ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেফতার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রদল।
বাণিজ্য উপদেষ্টা
বিকেল ৫টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে ব্রিফিং করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রিজওয়ানা হাসান
বিকেল ৩টায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় যোগ দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
লুৎফে সিদ্দিকীর কর্মসূচি
দুপুর আড়াইটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়া-বাংলাদেশ তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং বিষয়ে প্রেস ব্রিফিং করবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত (উপদেষ্টা পদমর্যাদা) লুৎফে সিদ্দিকী।
প্রেস কনফারেন্স
বিপিও সামিট বাংলাদেশ ২০২৫ উপলক্ষে বিকেল ৩টায় আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।