দুপুরের মধ্যে ৫ অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

New-Project-17.png

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দুপুরের মধ্যে দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্র ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (২১ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের রংপুর, ময়মনসিংহ, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টির আশঙ্কার কারণে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযান চালকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌ চলাচল সীমিত বা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জনসাধারণের জন্য সতর্কতা

বজ্রপাতের সময় খোলা স্থানে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বজ্রপাত থেকে বাঁচতে ঘরে অবস্থান করা বা নিরাপদ আশ্রয়ে যাওয়া জরুরি। বজ্রপাত থেকে বাঁচতে খোলা জায়গা, উঁচু গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে অবস্থান করা থেকে বিরত থাকুন। বিদ্যুৎ চমকানোর সময় ইলেক্ট্রনিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখুন। বৃষ্টি এবং ঝড়ের কারণে সড়কে যান চলাচল বিঘ্নিত হতে পারে। অপ্রয়োজনে যাতায়াত পরিহার করুন। শহরাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, তাই প্রয়োজনীয় প্রস্তুতি রাখা উত্তম।

এছাড়া, গতকাল মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়েছে, আজ বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়ে আবহাওয়া অফিস।

Leave a Reply

scroll to top