নগর ভবনে ষষ্ঠ দিনের মতো ইশরাক সমর্থকদের বিক্ষোভ

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে বিক্ষোভ

নগর ভবনের সামনে বিক্ষোভকারীরা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার অনুসারীরা। আজ মঙ্গলবার (২০ মে) সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে রাজধানীর গুলিস্তানে অবস্থিত ডিএসসিসি নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন ইশরাক সমর্থকরা।

সমর্থকদের দাবি, নির্বাচন ট্রাইব্যুনালের রায়ের পর এখন আর তা বিলম্বের কোনো সুযোগ নেই, ইশরাক হোসেনই এখন দক্ষিণ সিটির বৈধ মেয়র। তারা দ্রুত এই রায় বাস্তবায়ন দেখতে চান এবং একইসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন। আন্দোলনকারীরা শহীদ মিনার থেকে নগর ভবন পর্যন্ত বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার এবং স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

এই অবস্থান কর্মসূচির ফলে নগর ভবনের আশপাশের এলাকায় জনদুর্ভোগ তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে গুলিস্তান-বঙ্গবাজার সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের রাস্তাগুলিতেও দীর্ঘ যানজট দেখা দিয়েছে। নাগরিকরা জরুরি প্রয়োজনেও ভোগান্তির শিকার হচ্ছেন।

পুরান ঢাকার এক স্থায়ী বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, “ইশরাক ভাইকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা এই জায়গা ছাড়ব না। এখন আমাদের দাবি আরও স্পষ্ট—শুধু ইশরাক ভাইকে মেয়রের পদে বসালেই চলবে না, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগ করতেই হবে।”

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

তবে গত ২৭ মার্চ একটি নাটকীয় মোড় নেয় রাজনৈতিক এই ঘটনাপ্রবাহ। নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফলাফল বাতিল করে তাপসের বিজয়কে অবৈধ ঘোষণা করে এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেন। এই রায়ের পর থেকেই শুরু হয় ইশরাক অনুসারীদের ধারাবাহিক আন্দোলন।

এ আন্দোলনের কারণে নগর ভবনকেন্দ্রিক প্রায় সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম বর্তমানে অচল হয়ে পড়েছে। শহরজুড়ে বাড়ছে জনঅসন্তোষ এবং এই সংকট মোকাবেলায় অনেকেই দ্রুত সমাধান চাচ্ছেন।

Leave a Reply

scroll to top