রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত একটি হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত শুনানি শেষে এ আদেশ দেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেন নুসরাতের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন।
আইনজীবীরা আদালতে জানান, মামলায় উল্লিখিত ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশে ছিলেন না এবং তারা এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আদালতে দাখিল করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
রোববার এয়ারপোর্টে আটক করা হয় ফারিয়াকে
এর আগে, গত রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন সোমবার আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানায় তদন্তকারী কর্মকর্তা, ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া। আদালত তাঁর রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণ
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। পরে তিনি ৩ মে আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। এজাহারে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং তাঁদের অর্থ সহায়তাকারীরা আন্দোলনের বিরোধিতা করেন। অভিযুক্তদের মধ্যে নুসরাত ফারিয়াসহ আরও ১৬ জন শোবিজ তারকা রয়েছেন।
আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড হয় এবং দুই সপ্তাহ পর নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। তবে আজ জামিন পাওয়ার মাধ্যমে আপাতত মুক্ত হলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
এর আগে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে দুপুর আড়াইটার দিকে তাকে পুলিশ প্রহরায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
নুসরাত ফারিয়ার ক্যারিয়ার
রেডিও জকি (আরজে) হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ২০১৩ সালে নাম লেখান উপস্থাপক হিসেবে। কয়েকটি নাটকেও অভিনয় করেন তিনি। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমায় বড়পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমায়ই দুর্দান্ত সাড়া ফেলেন তিনি।
এরপর ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন। সবশেষ গত ঈদে তার অভিনীত ‘জিন-৩’ সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।