“নুসরাত ফারিয়ার গ্রেফতার আমাদের জন্য বিব্রতকর” — মন্তব্য ফারুকীর

New-Project-10-8.jpg

“নুসরাত ফারিয়ার গ্রেফতার আমাদের জন্য বিব্রতকর” — মন্তব্য ফারুকীর

২৪ ঘণ্টা বাংলাদেশ

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেফতারকে ‘বিব্রতকর ঘটনা’ বলে মন্তব্য করেছেন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে “ওভার নারভাসনেস”-এর ফলাফল হিসেবে উল্লেখ করেন এবং ঢালাও মামলার বিষয়ে সরকারের আরও সংবেদনশীল অবস্থান নেওয়ার আহ্বান জানান। আজ ১১টা ১২ মিনিটে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাসে এসব কথা বলেছেন।

ফারুকির স্ট্যাটাস

ফারুকী বলেন, “আমি সাধারনত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুইদিন পর সেখানেই ফিরে যাবো।”
তিনি বলেন, “নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।”

তিনি দাবি করেন, ফারিয়ার বিরুদ্ধে মামলা দীর্ঘদিন ধরেই চলমান ছিলো, কিন্তু তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি।
“এয়ারপোর্টে যাওয়ার পর হঠাৎ করে তাকে গ্রেফতার করা হয়, যেটা পরিকল্পনার বাইরের ঘটনা বলেই মনে হচ্ছে,” বলেন ফারুকী।

মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক স্ট্যাটাস

ফারুকী আরও বলেন, “আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে যে ক্ষোভ তৈরি হয়েছিল, সম্ভবত তারই প্রতিক্রিয়ায় প্রশাসনের মধ্যে একধরনের অতিরিক্ত সতর্কতা তৈরি হয়, যেটা থেকেই এমন ঘটনা ঘটেছে। কিছুদিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এমনই ঘটনা ঘটেছিল।”

এই ধরনের ঘটনাগুলোকে “অসমর্থনযোগ্য” বলে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, “ফারিয়া আইনি প্রতিকার পাবেন।”
তিনি জোর দিয়ে বলেন, “এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো—এই আশা। মনে রাখতে হবে, আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।”

এই স্ট্যাটাসে ফারুকী প্রশাসনের উদ্দেশে একটি পরোক্ষ বার্তা দেন—যাতে আইন প্রয়োগের ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ এবং যুক্তিনির্ভরতা বজায় রাখা হয়। শিল্পী সমাজের একজন প্রতিনিধি হিসেবে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির আহ্বান জানান।

সোমাবার নুসরাতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদলত

ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে তিনি কারাগারে আটক রাখার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সকালে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Leave a Reply

scroll to top