নভেম্বরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন

New-Project-6-6.jpg

কুবি সমাবর্তন

২৪ ঘণ্টা বাংলাদেশ কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

এটি হবে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান। এর আগে ২০২৩ সালের ২০ নভেম্বর আয়োজিত নবীনবরণে উপাচার্য প্রথমবারের মতো ঘোষণা দিয়েছিলেন যে সমাবর্তন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। তবে সময়সূচিতে একাধিকবার পরিবর্তন আনা হয়।

এরপর গুচ্ছ ভর্তি ব্যবস্থা থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত এবং পোষ্য কোটা বাতিলের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে প্রশাসন সমাবর্তনের সম্ভাব্য সময় সেপ্টেম্বর মাসে নির্ধারণ করেছিল। সেই সময় সমাবর্তনের প্রস্তুতি তদারকির দায়িত্ব দেওয়া হয় উপ-উপাচার্যকে।

তবে সর্বশেষ রবিবার (১৮ মে) অনুষ্ঠিত সমাবর্তন প্রস্তুতি বিষয়ক এক সভায় সিদ্ধান্ত হয়, নভেম্বর মাসের মধ্যভাগেই চূড়ান্ত অনুষ্ঠানটি আয়োজন করা হবে।

এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন,

“সমাবর্তন মূলত দুপুরের দিকে অনুষ্ঠিত হয়। সেপ্টেম্বরের সময়টা বেশ গরম থাকে। তাই সময় উপযোগী বিবেচনায় অনুষ্ঠানটি নভেম্বর মাসে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমাবর্তনের জন্য একটি কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি গঠনের কাজ চলমান রয়েছে। খুব শিগগিরই সমাবর্তনভুক্ত ব্যাচগুলোর তালিকা ও রেজিস্ট্রেশনের প্রক্রিয়া নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ২৭ জানুয়ারি।

Leave a Reply

scroll to top