দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ ঝড়ো হাওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দুপুর ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (১৮ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে যা বলা হয়েছে
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম রোববার দুপুরে জানান, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রসহ বৃষ্টি বা বিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
কমতে পারে তাপমাত্রা
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ, বিশেষ করে বান্দরবান জেলাকে প্রভাবিত করা সেই উত্তাপ আজ প্রশমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জনসাধারণকে অপ্রয়োজনে খোলা আকাশের নিচে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযান ও যাত্রীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবহাওয়ার এমন বৈরি পরিস্থিতি আজ দিনভর অব্যাহত থাকতে পারে। সর্বশেষ পরিস্থিতি জানতে আবহাওয়া অধিদপ্তরের হালনাগাদ তথ্য পর্যবেক্ষণ করার অনুরোধ জানানো হয়েছে।
পরবর্তী কয়েকদিনের আবহাওয়া
বাংলাদেশে চলমান ঝড়বৃষ্টি ও বজ্রপাত পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ থেকে ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগেও বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকায় মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ ও দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট লঘুচাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা আরও কয়েকদিন সক্রিয় থাকতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকাগুলোতেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী সতর্ক সংকেতের পর্যবেক্ষণ চালু রয়েছে।