প্রধান বিচারপতির বাসভবনসহ ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

২৪ ঘণ্টা বাংলাদেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেটসহ রাজধানীর ৯টি গুরুত্বপূর্ণ স্থানে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষেধাজ্ঞা জারি করেছে। এই সিদ্ধান্ত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় জনশৃঙ্খলা রক্ষার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারার আওতায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ১৫ মে থেকে কার্যকর হবে এবং নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত চলতে থাকবে। নিষিদ্ধ এলাকাগুলোতে রয়েছে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ পথ, এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সামনে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে যে, দাবি-প্রতিবাদের নামে যে কোনো সময় সড়ক অবরোধ করে যান চলাচলের ক্ষতি না করা হোক। এই পদক্ষেপের লক্ষ্য জনজীবনের স্বাভাবিক গতিবিধি রক্ষা এবং শান্তি-সুরক্ষা নিশ্চিত করা।

 

Leave a Reply

scroll to top