ভারত-পাকিস্তান সংঘাতের পর আইপিএলে ফিরছেন মোস্তাফিজুর রহমান, দিল্লি ক্যাপিটালসে জায়গা পেলেন ৬ কোটি রুপিতে

আইপিএলে ফিরলেন মোস্তাফিজ, দিল্লির হয়ে পাচ্ছেন ৬ কোটি রুপি

আইপিএলে ফিরলেন মোস্তাফিজ, দিল্লির হয়ে পাচ্ছেন ৬ কোটি রুপি
মুহাম্মাদ নূরে আলম

স্টার্ক-নটরাজনের সঙ্গে লড়াই করে একাদশে জায়গা পেতে হবে কাটার মাস্টারকে

নিলামে অবিক্রিত ছিলেন। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত থাকলেও বিরতির আগেই মোস্তাফিজুর রহমান পেয়েছেন নতুন ঠিকানা। দিল্লি ক্যাপিটালস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, তারা বাংলাদেশি বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে।

আইপিএলের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। তার নিলামের ভিত্তিমূল্য ছিল কোটি রুপি।

মোস্তাফিজকে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের পরিবর্তে, যিনি ‘ব্যক্তিগত কারণে’ আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, মোস্তাফিজ এর আগেও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ২০২২ ২০২৩ মৌসুমে দিল্লির জার্সি গায়ে তুলে নিয়েছিলেন উইকেট।

আইপিএলে মোস্তাফিজের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংস মিলিয়ে তিনি খেলেছেন ৫৭ ম্যাচে, উইকেট নিয়েছেন ৬১টি।

এই মুহূর্তে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি অর্থে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিক্রি হওয়ার রেকর্ড এখন মোস্তাফিজের। ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্স মাশরাফি বিন মুর্তজাকে ছয় লাখ ডলারে কিনেছিল, সেটিকে ছাড়িয়ে গেছেন তিনি।

তবে চলতি আসরে দিল্লি ক্যাপিটালসের বাকি মাত্র তিনটি ম্যাচে খেলার সুযোগ পেতে মোস্তাফিজকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে মিচেল স্টার্ক থাঙ্গারাসু নটরাজনের সঙ্গে। স্টার্ক এখনও অস্ট্রেলিয়ায় আছেন, ফিরবেন কি না তা নিশ্চিত নয়।

আইপিএল পুনরায় শুরু হবে ১৭ মে। দিল্লি তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ মে, গুজরাট টাইটানসের বিপক্ষে। তার আগের দিনই মোস্তাফিজ সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন জাতীয় দলের সঙ্গে, যেখানে প্রথম টি–টোয়েন্টি রয়েছে ১৭ মে দুবাইয়ে। আজই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

Leave a Reply

scroll to top