ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও পাকিস্তানের বিরুদ্ধে ‘মিথ্যা-ফ্ল্যাগ’ (False Flag) অভিযান চালানোর চেষ্টা করতে পারেন বলে সতর্ক করেছেন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, “নরেন্দ্র মোদি পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করেন। সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানিদের সাহসী প্রতিক্রিয়া তাকে ক্ষুব্ধ করেছে।”
আদিয়ালা কারাগার থেকে পরিবারের সঙ্গে কথোপকথনের সূত্র ধরে মঙ্গলবার ও বুধবার টানা দুটি বিবৃতিতে ইমরান খান এই আশঙ্কা প্রকাশ করেন। বিবৃতিতে তিনি পাকিস্তানিদের সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান।
ইমরান বলেন, “২০১৯ সালেও আমি এমন হুমকির পূর্বাভাস দিয়েছিলাম। মোদি শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও পাকিস্তানকে আঘাত করার পরিকল্পনা করছেন। তাই আমাদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে জনগণের আস্থা নিয়ে প্রস্তুত থাকতে হবে।”
তিনি দাবি করেন, “যেমনটি মোদি কাশ্মীরে সাজানো হামলার মাধ্যমে দেখিয়েছেন, তেমনি পাকিস্তানেও তিনি প্ররোচনামূলক হামলা চালাতে পারেন। আমাদের সেনাবাহিনী যেমন আকাশ ও স্থলে মোদিকে জবাব দিয়েছে, তেমনি পাকিস্তানের জনগণ—বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়—বিশ্ববাসীর কাছে সত্য তুলে ধরেছে।”
ইমরান খান আরও বলেন, “পাকিস্তানে শিশু, নারী ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে মোদি কাপুরুষতা দেখিয়েছেন। কিন্তু আমাদের বাহিনী নির্ভুলভাবে কেবল হামলাকারী স্থাপনায় আঘাত করেছে।”
যুদ্ধের সময় নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “৬০ শতাংশ যুদ্ধ মানসিক শক্তির ওপর নির্ভর করে। তাই এমন নেতৃত্ব দরকার, যারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং জনগণের আস্থা অর্জন করে। বিচ্ছিন্ন জাতি যুদ্ধ জিততে পারে না, আমাদের বিচারব্যবস্থাকে পুনর্জাগরিত করতে হবে।”
ইমরান খান শহীদদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “জাতির মনোবলই আমাদের বাহিনীর প্রধান শক্তি। এই ঐক্যই পাকিস্তানের প্রতিরক্ষা নিশ্চিত করবে।”