টাকার অভাবে বিয়ে করতে পারছি না: সালমান খান

New-Project-27-2.jpg

সালমান খান

২৪ ঘণ্টা বাংলাদেশ

বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান আবারও উঠে এলেন আলোচনার কেন্দ্রে, তবে এবার প্রেম কিংবা সিনেমার কারণে নয়, বরং নিজের ‘অবিবাহিত’ থাকার অদ্ভুত এক ব্যাখ্যার জন্য। ২০১৮ সালের গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা প্রশ্নের উত্তরে অভিনেতা যা বলেছিলেন, তা রীতিমতো হাস্যকর।

সেই অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সঙ্গে খোলামেলা আড্ডায় সালমান খান বলেন, “আমার বাবার যখন বিয়ে হয়েছিল, তখন খরচ হয়েছিল মাত্র ১৮০ টাকা। আর এখন? কোটি কোটি টাকা খরচ করে অনুষ্ঠান করতে হয়। ত টাকা খরচ করার সামর্থ্য আমার নেই। শুধু এই কারণেই আমি এখনও বিয়ে করিনি!”

এই বক্তব্যের পর উপস্থিত শ্রোতাদের মাঝে হাসির রোল পড়ে যায়। সালমান খান বরাবরই তার সরল ও রসিক ভঙ্গিমার জন্য পরিচিত, তবে এমন খোলামেলা স্বীকারোক্তি নতুন মাত্রা যোগ করে তার ‘বিয়ে না করার’ ব্যাখ্যায়।

সিনেমাই দিচ্ছে দোষ!

ভাইজান মজার ছলে আরও বলেন, “আমি তো সুরজ বরজাতিয়াকে বারবার বলেছিলাম, বিয়েকে সিনেমার মধ্যে এত বড় করে না দেখাতে। ‘ম্যানে পেয়ার কিয়া’, ‘হাম সাথ সাথ হ্যায়’—এই ছবিগুলোতেই তো বিয়েকে একটা রাজকীয় উৎসবে পরিণত করে ফেলেছে! এরপর থেকে মানুষও ধরে নিয়েছে বিয়ে মানেই বিশাল আয়োজন।”

সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা হেসে কুটোপাটি! অনেকে মন্তব্য করছেন, “সালমান ভাই চাইলে স্পনসরে বিয়ে সেরে ফেলতে পারেন।” কেউ আবার লিখেছেন, “বিয়ে নয়, ভাইজানের ভয় মেহেন্দি ও সংগীতের খরচে!”

তবে সালমানের কথায় যে বাস্তবতার ছোঁয়া আছে, তা অনেকেই স্বীকার করছেন। বর্তমান সময়ে বিবাহ উৎসবের বাজেট অনেক সময়েই সিনেমার সেট ডিজাইনের মতো ব্যয়বহুল হয়ে দাঁড়ায়।

বিয়ে নয়, ক্যারিয়ারই মুখ্য!

দীর্ঘদিন ধরেই সালমান খানের বিয়ে না করা নিয়ে গুঞ্জন থাকলেও এই প্রথম তিনি খোলামেলাভাবে ব্যয়বহুল বিয়ের কারণেই নিজেকে পিছিয়ে রাখার কথা জানান। যদিও বলিউডে বহু সুপারস্টারই কম খরচে ব্যক্তিগত পরিসরে বিয়ে সেরেছেন, তবে সালমানের মত অভিনেতার কাছ থেকে এমন ‘অভাবের’ যুক্তি বেশ বিস্ময় জাগিয়েছে ভক্তদের মধ্যে।

সালমান খানের এই মন্তব্য প্রমাণ করে, বিয়ে নিয়ে তার ভাবনা কেবল ব্যক্তিগত নয়—এটা সামাজিক ব্যয়বহুল সংস্কৃতির এক বাস্তব চিত্রও তুলে ধরে। আপাতত ভাইজান ভক্তরা অপেক্ষায় থাকবেন, হয়তো কোনো দিন হুট করেই মিলবে সেই বহু প্রতীক্ষিত ‘বিয়ের খবর’। বিয়ে নিয়ে সালমানের এই ব্যাখ্যা মজার হলেও, তা আজকের সামাজিক বাস্তবতা নিয়ে কিছুটা হলেও প্রশ্ন তোলে। আর ভাইজান কবে বিয়ে করবেন—তা remains a million-dollar (or crore-rupee?) question!

Leave a Reply

scroll to top