দেশের রাজনৈতিক পট পরিবর্তন পর থেকেই বেশ সক্রিয় হয় উঠেছে রাজধানী ঢাকা। ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা এবং অনেক সংগঠন। প্রতিদিনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। আজ সোমবার (১১ মে) দিনের শুরুতেই উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
পরিবেশর উপদেষ্টার কর্মসূচি
হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় উদ্ভাবন ও সেরা অনুশীলনের প্রসার’ শীর্ষক জাতীয় অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
জাতীয় ঐকমত্য কমিশনের কর্মসূচি
জাতীয় সংসদের এল ডি হলে সকাল ১০টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আলোচনা অনুষ্ঠিত হবে।
ডিএনসিসির কর্মসূচি
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণের লক্ষ্যে সকাল সাড়ে ১০টায় বনানী ১১ নম্বর সড়কের ব্রিজ সংলগ্ন স্থানে গুলশান, বনানী লেক পরিদর্শন করবেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
বিএনপির কর্মসূচি
বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট চিকিৎসক ডা. জাফরুল্লাহ চৌধুরী তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আইজিপির কর্মসূচি
মিরপুরে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে বিকেল সাড়ে ৩টায় ‘আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম।
ইআরএফ ও এসএমই ফাউন্ডেশনের কর্মসূচি
বেলা ১১টায় ইআরএফ ও এসএমই ফাউন্ডেশন যৌথভাবে ‘এসএমই সেক্টরের বাজেট প্রস্তাবনা’ বিষয়ক এক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুসফিকুর রহমান।