৭ জুন ধরা হচ্ছে ঈদ, ৩০ মে থেকে মিলবে ফিরতি টিকিট

New-Project-12-5.jpg

ফিরতি টিকিট

২৪ ঘণ্টা বাংলাদেশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে ইতোমধ্যে ঈদের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে। আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসন অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বরাবরের মতো এবার ঈদের পরে বিশেষ ব্যবস্থায় ৭ দিনের ট্রেনের আসন বিক্রি করবে রেলওয়ে।    সেই সঙ্গে ঈদ শেষে রাজধানীমুখী যাত্রীদের জন্য ফিরতি ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে।

রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত ঈদের পর ফিরতি ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ফিরতি যাত্রার প্রথম দিন হিসেবে ধরা হয়েছে ১৬ জুন। ফিরতি ট্রেনের টিকিটও শুধু অনলাইন ও অ্যাপে পাওয়া যাবে।

ফিরতি টিকিট বিক্রির সময়সূচি

আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসন বিক্রি হবে ৩০ মে; ১০ জুনের আসন বিক্রি হবে ৩১ মে; ১১ জুনের আসন বিক্রি হবে ১ জুন; ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসন বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের আসন বিক্রি হবে ৫ জুন।

ফিরতি টিকিট পাওয়া যাবে যেভাবে

ঈদের টিকিট বিক্রি হচ্ছে শুধুমাত্র অনলাইন ও অ্যাপে। রেলসেবা অ্যাপ, বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (eticket.railway.gov.bd), এবং বিকাশ-নগদ সহ অনলাইন পেমেন্ট চ্যানেলের মাধ্যমে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। স্টেশনে এসে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই।

ঘরমুখো যাত্রার অগ্রিম টিকিট

ঈদে বাড়ি ফেরার জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২২ মে থেকে, যা চলবে ২৬ মে পর্যন্ত। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ঈদের এক সপ্তাহ আগে অর্থাৎ ৩০ মে থেকে।

টিকিট কবে কখন

প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। ট্রেনভেদে আসন সংখ্যা সীমিত, তাই আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ মিলবে

রেল কর্তৃপক্ষের আহ্বান

রেলওয়ে যাত্রীদের অনুরোধ করেছে, কেউ যেন একাধিক আইডি বা ভুয়া তথ্য দিয়ে টিকিট না কাটেন। কারও বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে তাঁর টিকিট বাতিল করা হবে এবং ভবিষ্যতে ট্রেনযাত্রায় নিষেধাজ্ঞা আসতে পারে।

নিরাপত্তা ও সার্ভার প্রস্তুতি

অনলাইনে বিপুল চাপ সামাল দিতে রেলওয়ের সার্ভার ও অ্যাপ আপডেট করা হয়েছে। যাত্রীদের হয়রানি এড়াতে মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট উভয়েই উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রস্তুত রাখা হয়েছে।

Leave a Reply

scroll to top