এক যুগের সমাপ্তি, টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন বিরাট কোহলি

New-Project-8-5.jpg

বিরাট কোহলি

২৪ ঘণ্টা বাংলাদেশ

ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান ঘটালেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর অনুরোধ উপেক্ষা করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। বিগদ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো কিং কোহলির লাল বলের ক্রিকেট থেকে অবসরে যাওয়ার গুঞ্জন। সোমবার সেই গুঞ্জনেই সিলমোহর দিয়েছেন কোহলি নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

কোহলির পোস্ট

পোস্টে সাদা পোশাকে নিজের এক ছবির সাথে কোহলি লিখেছেন, টেস্ট ক্রিকেটে ভারতের জার্সি গায়ে চাপিয়ে খেলতে শুরু করেছি ১৪ বছর হয়ে গেছে। তখন কল্পনাও করিনি, এই ফরম্যাটটা আমাকে জীবনে কত দূর নিয়ে যাবে। টেস্ট ক্রিকেট আমাকে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, শিখিয়েছে ধৈর্য, দৃঢ়তা আর আত্মবিশ্বাস। এসব শিক্ষা আমি সারাজীবন মনে রাখব। সাদা পোশাকে খেলাটার একটা আলাদা আবেগ আছে। দিনের পর দিন ধৈর্য ধরে খেলা, এমন অনেক মুহূর্ত থাকে যেগুলো ক্যামেরায় ধরা পড়ে না, কিন্তু সেগুলোই হৃদয়ে গেঁথে থাকে।

কোহলির ইনস্টাগ্রাম পোস্ট

নিজের গৌরব-উজ্জল ক্যারিয়ারের এই ফরম্যাটকে বিদায় জানাতে হৃদয় ভারী হয়েছিলো এই কিংবদন্তির। সেটা জানিয়েই তিনি বলেন, আজ টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে গিয়ে মনটা ভারী হয়ে আছে, কিন্তু মনে হচ্ছে এটাই সঠিক সময়। আমি আমার সবটা দিয়ে খেলেছি, আর এই খেলাটাও আমাকে অনেক কিছু ফিরিয়ে দিয়েছে।

সতীর্থ এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কোহলি লিখেছেন,   আমি কৃতজ্ঞ—এই খেলাটার জন্য, আমার সতীর্থদের জন্য, আর সব মানুষদের জন্য যারা আমার সঙ্গে ছিল, পাশে ছিল। আমি সবসময় ভালোবাসা আর গর্ব নিয়ে আমার টেস্ট ক্যারিয়ারের কথা মনে রাখব।

স্বর্ণখচিত সব অর্জন

১২৩টি টেস্ট ম্যাচে ৯,২৩০ রান করা কোহলি গড়েছেন ৪৬.৮৫ গড়ে। করেছেন ৩০টি শতরান ও ৩১টি অর্ধশতক। পরিসংখ্যানেই স্পষ্ট—লাল বলের ক্রিকেটে কোহলি ছিলেন ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান হিসেবেই স্মরণীয় থাকবেন তিনি।

অবসরের কারণ

সূত্র জানায়, কোহলি কিছুদিন আগেই বোর্ডকে জানিয়েছিলেন, টেস্ট ক্রিকেটে আর খেলতে চান না। কিন্তু বোর্ড তাঁর কাছে অনুরোধ জানায় অন্তত ইংল্যান্ড সফর পর্যন্ত খেলে যেতে। রোহিত শর্মার বিদায়ের পর টেস্ট দলের অভিজ্ঞতা ধরে রাখতে কোহলির প্রয়োজনীয়তা বোর্ড বুঝেছিল স্পষ্টভাবেই। কিন্তু কোহলি নিজের অবস্থানে ছিলেন অনড়।

সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফর থেকেই টেস্ট থেকে সরে আসার সিদ্ধান্ত নেন কোহলি। যদিও ওই সফরের প্রথম ম্যাচে শতরান করেন, পরবর্তী ম্যাচগুলোতে ব্যর্থতা তাঁকে ভাবায়। তবুও বোর্ডের প্রত্যাশা ছিল, ইংল্যান্ড সফরের কঠিন পরীক্ষায় তিনি দলের হাল ধরবেন। কিন্তু বিদায়ের সিদ্ধান্তে অনড় থেকে তিনিও রোহিতের পথেই হাঁটলেন।

এত বড় ক্রিকেটার হয়েও বিদায়ী টেস্ট খেলতে পারলেন না রোহিত বা কোহলি—এটা ভক্তদের জন্য একরকম আক্ষেপ হয়েই থাকল। টেস্ট ক্রিকেটে কোহলির অবসান মানেই ভারত হারাল এক নির্ভরযোগ্য অভিজ্ঞ সেনানীকে। রোহিত শর্মার অবসরের ঠিক কয়েকদিন পরেই কোহলির এমন সিদ্ধান্তে টেস্ট দলের ভবিষ্যৎ নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

Leave a Reply

scroll to top