দেশের রাজনৈতিক পট পরিবর্তন পর থেকেই বেশ সক্রিয় হয় উঠেছে রাজধানী ঢাকা। ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা এবং অনেক সংগঠন। প্রতিদিনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। আজ সোমবার (১১ মে) দিনের শুরুতেই উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পরিদর্শন করবেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা
বেলা ১১টায় বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সিরডাপ মিলনায়তনে কর্মসূচি
নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের তৃতীয় ও শেষ দিনে সিরডাপ মিলনায়তনে দিনব্যাপী বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় ‘ল্যান্ডস্ক্যাপ এপ্রোচ ইন্টেগ্রেটিং ওয়াটার ম্যানেজমেন্ট ফর ফিউচার-প্রুফ সিটি’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হবে। এ সেশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
এরপর বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দীন মাহমুদ। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এবং নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কর্মসূচি
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নিয়মিত আয়োজন ‘মিট দ্য রিপোর্টার্স’ বেলা ১১টায় সাগর-রুনী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এবারের অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
জাতীয় ঐকমত্য কমিশনের কর্মসূচি
জাতীয় সংসদ ভবনের এল ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সকাল ১০টায় গণতান্ত্রিক বাম ঐক্য এবং বেলা ৩টায় বাংলাদেশ নেজাম-ই ইসলাম পার্টির আলোচনা অনুষ্ঠিত হবে।
ডিএনসিসির কর্মসূচি
বেলা সোয়া ১১টায় ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার উদ্বোধন করবেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
বিএনপির কর্মসূচি
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা করবে জাতীয় কবিতা পরিষদ। বিকেল ৫টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।